সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কথ মৌলিক প্রশিক্ষণ হয়েছে। শনিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সোনারং সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: আতিকুল হক, প্রশিক্ষক পরিচালক মো: এনামুল কবির, উপসচিব আব্দুল মান্নান, উপ-নিদের্শক- লুৎফর রহমান, নিতাই চন্দ্র দে সরকার, মেহেরুন্নেসা কবির, নুরুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন প্রমুখ। এ প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ৩২৫ জন অংশ গ্রহণ করে।
