মোঃ আফাজ্জল হোসেন, বাগমারা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা চত্বরে নতুন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় । ইতি পুবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাদ্রাসায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ শেষে করে।
একই ভাবে এবারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে “নিবার্চিত বেসরকারী মাদ্রাসা সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনটি বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মাদ্রাসার অধ্যক্ষ আবুর হোসেন সরদার, মাদ্রাসার গভনিং বডির সদস্য আফাজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা শাহ রেজা ইমন, নাহিদ হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ ।
