মোঃমোজাম্মেল হোসাইন , রামগড় প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (৬ ডিসেম্বর) বিকাল পাঁচটায় রামগড় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রামগড় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের আপামর জনসাধারণ এর কাছে একটা অনুভূতির নাম, ভালোবাসার নাম৷ এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া ৷ যারা বঙ্গবন্ধুকে অবমাননা করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অপমাননাকর বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবি জানান।
রামগড় উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ও রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কার্বারীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শেরআলী ভুইঞা, উপজেলা ভইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল,সাধারন সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের,পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, সাবেক ছাত্রলীগ নেতা শাহআলম, পৌর যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রদেশ ত্রিপুরা,পৌর যুবলীগের সাবেক সভাপতি সুমন বড়ুয়া, ছাত্রলীগ এর আহব্বায়ক কাউসার হাবিব শোভন,সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন, সাবেক সভাপতি নয়ন হোসেন নয়ন সহ দলীয় নেতাকর্মী।