মোঃ মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি: কৃষি বিভাগের উদ্যোগে রামগড় উপজেলায় ২১০ জন কৃষকের মাঝে বীজ, সার ও ৬০০ জনকে শুধু বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল এগারটায় রামগড় উপজেলা কৃষি অফিস চত্তরে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব কৃষি
উপকরণ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,২১০ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, বাদাম,শীতমুগ ও ২০ কেজি করে রাসায়নিক সার, এবং ৬০০ জন কৃষককে ২ কেজি করে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতমুগ,পেয়াজ, বোরো ও পরবর্তী খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিটি পরিবারকে ১ বিঘা জমির জন্য বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী,বি আর ডি বি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন, আই টি সি সহকারী প্রোগ্রামার মোঃ রেহান উদ্দিন ও গণমাধ্যম কর্মীরা।