শেখ ইমরান হোসেন, হাঁসাড়া হাইওয়ে (ঢাকা-মাওয়া)প্রতিনিধিঃকুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ভাংচুরের ও বিরোধিতার প্রতিবাদে সিরাজদিখান উপজেলার আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর ) বিকেল ৪ টায় সিরাজদিখানে কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান উপজেলার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজদিখান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদিখান গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন–ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, আহবায়ক, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ। সঞ্চালনায়–মাসুদ লস্কর, যুগ্ন আহবায়ক, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ।সমাবেশে বক্তব্য রাখেন—সাবেক সাংগঠনিক সম্পাদক, ইকবাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম। সাবেক আহবায়ক, রাকিবুল হাসান রাকিব, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ। আহবায়ক কমিটির সদস্য, মোঃ জাহিদ সিকদার, মোঃ জামাল মোঃ আরাফাত, শামীম শেখ, তৌহিদ খান সম্রাট, আহসানুল্লাহ শিশির, শেখ শহীদুল্লাহ সোহেল, হারুনুর রশিদ সুমন, মোঃ আবু সাইদ, সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ। সৈকত মাহমুদ, সভাপতি, পারভেজ চোকদার পাপ্পু, সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ। প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।
ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, আহবায়ক, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ।বলেন, ‘পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ও হেফেজত ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।’বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ভাংচুরের বিরোধিতা করার অপরাধে ‘ধর্ম ব্যবসায়ী’ দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।