গাজী আপেল মাহমুদ, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুরের (আনন্দবাজার) সংলগ্নে ৬ বছরের এক শিশু ধর্ষেনর অভিযোগ উঠে একই গ্রামের ছেলে মো: সৌরভের বিরুদ্ধে(১৮),পিতা কুদ্দুস মিয়া। ভিকটিমের মা জানান গত ২৬/১১/২০ তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক ৩টার দিকে তার মেয়েকে ঘরে না পেয়ে বাহিরে খুজতে থাকেন। পরে অনেক খোজা খুজির পর জানতে পারেন সৌরভ মেয়েটিকে মুখ চেপে পাশের একটি নির্জন স্থানে টয়লেটে নিয়ে ধর্ষন করেন। বিষয়টি জানা জানি হলে ভিকটিমের মা ধর্ষনকারীকে দেখে ফেলেন, ভিকটিমের মা মেয়ের এই মর্মান্তিক দৃশ্য দেখে নির্বাক হয়ে যান। এই সময়ে ধর্ষনকারী পালিয়ে যান। মেয়েটির চাচা জনাব মান্নান জানান ভিকটিমকে নিয়ে স্থানীয় চেয়ারম্যান এর কাছে গেলে চেয়ারম্যান সাহেব ভিকটিমের ধর্ষন হয়েছে শুনে দ্রুত চিকিৎসার জন্য তিতাস স্বাস্থ্য কেন্দ্রে প্রেরন করেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরন করেন। পরে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা করেন মামলার নং ০১. ৩/১২/২০২০ ইং তারিখে। মামলার তদন্তভার দেয়া হয়ে চৌকশ অফিসার এস,আই জনাব বিল্লাল হোসেনকে। এদিকে পুলিস প্রসাশন জানান আসামী ধরার চেস্টা চলমান রয়েছে এবং অভিযোগ প্রমানিত হলে সর্বোচ্চো শাস্তি হবে। অপরদিকে আসামী সৌরভের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকেই বাড়িতে খুজে পাওয়া যায়নি।এলকাবাসী ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছেন।
