সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলির জন্য উপজেলাবাসীর কাছে দোয়া চাইলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু। ১ ডিসেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলির করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড ভর্তি হয়ে আছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু জানান- জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আমি তার সুস্থতা কামনা করি। আমরা একই সাথে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে একসাথে বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি । করোনা কালীন সময় তিনি এ উপজেলার বাসীর পাশে থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমি তার দীর্ঘ আয়ু কমনা ও দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই কামনা করছি।
