মোঃমোজাম্মেল হোসাইন, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে উপজেলা সন্মেলন কক্ষে রামগড় হানাদার মুক্তদিবস ও বিজয় দিবসের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহআলম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুইম্রুচাই কারবারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সজীব কান্তি রুদ্র, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, কাউন্সিলর কনিকা বড়ুয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুকাউসার,সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, সাংবাদিক, শিক্ষক, ও জনপ্রতিনিধিরা।
