বিপা চৌধুরী -আলোচিত মডেল এবং অভিনেত্রী হুমায়রা সুবাহার এখন মন বসেছে পড়ার টেবিলে। তবে সেটা বাস্তবে নয়, ছিনেমায়। এই অভিনেত্রী এবার অভিনয় করতে জাচ্ছে ‘মন বসেছে পড়ার টেবিলে নামের একটি চলচিত্রে। ছবিটি নির্মাণ করবেন মান্নান গাজী। মান্নান গাজী এর আগে শাবনুর রিয়াজকে নিয়ে নির্মাণ করেছিলেন মন বসেনা পড়ার টেবিলে, মূলত সেই ছবির জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন মন বসেছে পড়ার টেবিলে। এই ছবিটিতে সুবাহ্কে অভিনয় করতে দেখা যাবে মায়া চরিত্রে। তবে সুবাহ্’র নায়ক কে হচ্ছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।আপাতত সেটা চমক হিসেবেই আছে।
আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ছবিটি নিয়ে অভিনেত্রী হুমায়রা সুবাহ্ার সাথে কথা বলা হলে তিনি জানান, ছবিটির গল্প অনেক সুন্দর, অন্যরকম একটা গল্প। এমন গল্পের ছবিতে কাজের সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। ছবিটি নিয়ে আমি দারুন আশাবাদি। দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন এবং তাদের অনেক ভালো লাগবে আমি মনে করি। কারন, ছবিটির ভেতর একটা টুইস্ট আছে। ছবিটি নির্মিত হচ্ছে মাহি কথাচিত্রের ব্যানারে। ডিসেম্বর শেষ সপ্তাহের দিকে ঢাকার বাহিরে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়। অন্যদিকে, সুবাহ অভিনিত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, ছবি তিনটি হচ্ছে – ‘ তোরে কত ভালবাসি ‘ সমাধান এবং রফিক সিকদারের বসন্ত বিকেল।
নাটক, বিজ্ঞাপনে কাজ করলেও সুবাহ্ নিয়মিত হতে চান চলচিত্রে।
চলচিত্রকে নিয়ে অনেক দূর যাবার সপ্ন দেখেন সুন্দরী, হাশিখুশি এই অভিনেত্রী।