মোঃ হামিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । সকাল সাড়ে ১০টায় (২৬ নভেম্বর) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন, সদর উপজেলার চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা মহিলা বিষয়ক অফিসার সাহিদা খাতুন সহ সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান ।এছাড়াও বাল্যবিবাহ রোধে বক্তব্য রাখেন গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু সহ রোকসানা আহম্মেদ। সভাপতির বক্তব্যে নাজমুল ইসলাম সরকার বলেছেন সিমান্ত’র জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি ।এ জেলায় শতকরা ৭০ জনের বাল্যবিবাহ হয়, এ থেকে মুক্তি পেতে হলে সকল অভিভাবককে সতর্ক হতে হবে যাতে করে একশিশুর গর্ভে অন্যশিশু জন্ম না নেয়।