স্টাফ রিপোর্টারঃ ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া ঠান্ডা হলেও গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পরিবেশ এখন বেস উৎসব মুখর ।
গত ২২ নভেম্বর, রোববার সন্ধ্যায় আগারগাঁয়ের নির্বাচন ভবনে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তিনি জানান, প্রথম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলোতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১০ ডিসেম্বর এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর।
এর পর থেকে পৌর এলাকার পাড়া,মহল্লা, বাজারঘাট, অফিসপাড়াসহ সর্বত্রই আলোচনা পৌর নির্বাচন ঘিরে। প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন অনেক আগে থেকেই, ভোটাররা আছেন টানটান উত্তেজনায়।
এ বিষয়ে কথা বলে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা একজন নতুন ভোটার বলেন,
জেলা ছাত্রলীগের নেতৃত্বদানকারী জাহিদুল আলম রবিন প্রভাবশালী পদে থাকলেও বিতর্কে উর্ধে থেকেছেন সবসময়। টাকা ও ক্ষমতা মানুষকে আদর্শচ্যুত করলেও জনকল্যাণের ব্রত নিয়ে পথ চলা বঙ্গবন্ধুর আদর্শিত এই সৈনিক ছিলেন সবসময় সতর্ক। তাই তাকে কখনোই স্পর্স করতে পারিনি কোন কোন কলঙ্ক ! আমার একমাত্র পছন্দ তাই তরুন ছাত্রনেতা রবিন ভাই ই প্রার্থীদের মধ্যে সেরা ।
৪নং ওয়ার্ডেরর একজন প্রবিন ভোটারেরর সাথে কথা বলে যানা যায় আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. রহমত আলীর সহযোগি( পিএস ) জনাব এ্যাড. হারুন-অর-রশিদ ফরিদ বিজ্ঞ ও বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত । যিনি নিজ উদ্যোগে সরকার, দল, এবং নিজে স্থানীয় ও আশেপাশে মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন অনেক । তার কাছে এমন প্রার্থীর অগ্রাধিকার সবার আগে ।
নাম প্রকাশে অনিচ্ছুক ৮নং ওয়ার্ডের একজন ভোটার বলেন নির্বাচনের সন্ধিক্ষণে জনাব মাসুদ আলম ভাংগী মেয়র প্রার্থীতার খবর শুনে নড়েচড়ে বসেছে সর্বমহল। অনেকে আবার বর্তমান মেয়রের বিকল্প হিসেবেও দেখছেন জনাব ভাঙ্গীকে।
এবং আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল(বুলবুল) রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন।
বর্তমান শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ সাবেক (শ্রীপুর ডিগ্রি কলেজের) এর সাবেক ভিপি আহসান উল্লাহ্ ও কাজ করে যাচ্ছেন।
আবার অনেকে প্রার্থীদের মাঝে শ্রীপুর পৌরসভার বর্তমান মেয়রকেও অনেকেই এগিয়ে রাখছেন কারন হিসেবে বলেছেন এই পাঁচ বছরের মেয়াদে যে কাজ গুলো শেষ হয়নি তা পূর্নভাবে শেষ করতে পারবেন।
অন্যদিকে শ্রীপুর আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও তাদের অভ্যন্তরীন কোন্দলকে পুঁজি করে এখানে এবারের নির্বাচনে বিএনপি ঘুরে দাড়াতে চায় কৌশলে ! কোন ছাড় দিতে রাজি নয় সাবেক এ প্রধান বিরোধী দল। শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ শহীদুল্লাহ শহীদকে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে কে হয় পৌর পিতা তা জানতে অপেক্ষা করতে ২৮ এ ডিসেম্বর পর্যন্ত।