শেখ ইমরান হোসেন, হাঁসাড়া হাইওয়ে (ঢাকা-মাওয়া)প্রতিনিধিঃ
সিরাজদিখান উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে (২৫ নভেম্বর) ২০২০ বুধবার সকাল ১১ টা ৩০ মিনিট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহামিনা আক্তার তুহিন। সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , আইমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা, ডলি রানী নাগ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল,
বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিসিএস (কৃষি) ভারপ্রাপ্ত মোহসিন জাহান তোরন। ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ মৌসুমে উপজেলার মোটঃ- (৩৭৯৫’) জন চাষির মাঝে শীতকালীন বোরো ১০০ জনর মাঝে, সূর্যমুখী ১৩৫ জন, ভুট্টা ৪০০ জন, সরিষা ১২০০ জন, পেঁয়াজ ১৫ জন, চিনাবাদাম ১১৫ জন, মসুর ২০০ জন, খেসারি ২০০ জন, টমেটো ১৫০ জন, মরিচ ২৫০ জন, ও গ্রীষ্মকালীন মুগ ২০ জনের, মাঝে। বীজ চাষির মাঝে বিতরণ করা হয়।
প্রত্যেক চাষিকে ফসল অনুযায়ী সার ও বীজ দেয়া হয়েছে।