মাগুরা মহম্মদপুর বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে চলছে ধান কাটার উৎসব
admin
November 25, 2020
ফিচার
102 Views
মোঃ তরিকুল ইসলাম মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা):
চারিদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধ। মাঠের পর মাঠ এখন সোনালি রঙের পাকা ধানে ভরে আছে। যতদূর চোখ যায় হলুদ মাঠ।এই মাঠ এখন রিক্ত হতে শুরু করেছে। মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা উৎসব।মাগুরা মহম্মদপুরের খালিয়া গ্রামের মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়।তাই ফসলের খেতে ধান কাটার ধুম পড়েছে। কবির নামের এক কৃষক বলেন, আমাদের এখন দম ফেলার সময় নেই। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
তিনি জানান, মাঠজুড়ে ধান কাটার মহোৎসব শুরু হয়েছে। এই মুহূর্তে কাজের জন্য লোক নিতে হচ্ছে চরা দামে তারপরও যা হয়েছে তার যেনো ন্যায্যমূল্য পাই কৃষকরা সেই দাবি জানান তিনি। মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের জাহিদ কৃষক বলেন, বিস্তীর্ণ মাঠজুড়ে এখন ধান কাটার উৎসব চলছে। ফলন মোটামুটি ভালো হওয়ায় কৃষকেরা খুশি।
আমাদের এলাকা গুলোতে বিস্তীর্ণ মাঠে সোনালি রঙের পাকা ধানের ক্ষেত। কোনো কোনো ক্ষেতে কৃষক ধান কাটছেন। আবার কোনো কোনো ক্ষেতের ধান এখনও পুরোপুরি পাকেনি। কৃষকেরা কেউ ধান কাটছেন, কেউ বাঁধছেন আঁটি। আবার কেউবা মাথায় করে ধানের আঁটি নিয়ে যাচ্ছেন বাড়ির উঠানে। যেন দম ফেলার সময় নেই কারও।
মাগুরা মহম্মদপুর বিনোদপুর ইউনিয়নে বিএনপির আলোচনা সভাঃ-- 2020-11-25