সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উম্মেতুল্লাহ (১৫) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সোনারং গ্রামের আনোয়ার মাদবরের মেয়ে। উম্মেতুল্লাহ উপজেলার সোনারং সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী । মঙ্গলবার বিকালে নিজ বাসায় ঘরের ভিতরে আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ওই অঞ্চলের বাসিন্দা ও ওয়ার্ড মহিলা ইউপি সদস্য হেনা বেগম জানান- আনোয়ার মাদবরের বাড়ির বসত ঘরে তার মেয়ে উম্মেতুল্লাহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গীবাড়ী থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।