মোঃ শিমুল হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃপুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইন-চার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/মোঃ পিকুর হোসেন, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্সসহ ইং ২২/১১/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকায় শার্শা থানাধীন বামুনিয়া গ্রামের পশ্চিম পাড়া মাঠের জামতলা মোড়ে ইটের রাস্তার উপর হইতে ১. মোঃ আবু সিদ্দিক (২৬), পিতা- মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস স্থায়ী : গ্রাম- বড় পোদাউলিয়া, উপজেলা/থানা- ঝিকরগাছা, জেলা-যশোর’কে উদ্ধার ২৫ বোতল ফেন্সিডিল, এবং একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।
