নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, আসুন সবাই মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলি। সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। পুলিশের পাশে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অপরাধীরা কোথাও ঠাঁই পাবে না।
রবিবার (২২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এখন সমাজের বিষ ফোড়া। এগুলোকে প্রতিরোধ করতে হলে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের পুলিশ সুপার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সে লক্ষে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। বিট পুলিশের মাধ্যমে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। আপনারা সবাই অপরাধীদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অপরাধের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে ছাড় দেয়া হবে না। যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না।
সিদ্ধিরগঞ্জ থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান, বি পি এম-বার এর সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) শরীফ আহমদের সার্বিক ব্যব্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশ এর সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্ আলম সহ বিভিন্ন ওয়াড এর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও নানা শ্রেণী পেশার বিভিন্ন ব্যাক্তিবর্গ প্রমুখ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে চাই, সে জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।