সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহামানব মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শ্যামনগরের চন্ডীপুর বায়তুল জান্নাত জামে মসজিদ থেকে বের হয়ে পদ্মপুকুরের বিভিন্ন এলাকায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে সান-মুন-স্টার সোশ্যাল ক্লাব সংলগ্ন মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের সমন্বয়ক তানভীর মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের সভাপতি আশিকুজ্জামান রাজু, স্টুডেন্টস এসোসিয়েশান ওব পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সভাপতি মুহতরাম বিল্লাহ বাদশাহ, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, স্টুডেন্টস এসোসিয়েশান ওব পদ্মপুকুরের সভাপতি মনিরুল ইসলাম, বিভিন্ন মসজিদের খতিব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে। বক্তারা ফ্রান্সের পন্য বর্জনের আহ্বান করেন এবং ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে মাওলানা নেছার উদ্দীন মুনাজাত পরিচালনা করে বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেন।
