মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জ জেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্টান কর্মচারী কল্যাণ সমিতির কার্যকারী সভা অনুসষ্টিত হয়। মুন্সিগঞ্জ হরেন্দ্র লাল পাবলিক লাইব্রেরি পাঠ কক্ষে বিকাল ৪ টায় সমিতির সভাপতি মো: একরামুল হকের সভাপতিত্ব সভা শুরু হয়।সভায় কুরান তেলোয়াত করেন সমিতির কার্যকারী সদস্য মো: মমিন বিশ্বাস সভায় উপস্থিত সমিতির সমিতির সহ সভাপতি মো জাকির হোসেন সস্পদক আফসার উদ্দিন গাজি এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির কার্যকারী সদস্য নাছির উদ্দিন সদেকুর রহমান, মো: মাসুদুল ইসলাম,রাকিবুল ইসলাম, সারকুল ইসলাম , মো: জালাল হোসেন, আতিকুল ইসলাম আহসান হাবিব জনি প্রমুখ ।
