হামিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সাফল্য ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক ভোলাহাট উপজেলার ২৩ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । ২১ নভেম্বর শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কলেজমোড়স্থ একতা মার্কেটে নিজস্ব অফিসে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাফল্য ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী সম্পাদক তাইজুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক-সম্পাদক গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা বুলবুল আহমেদ। অন্যদের মধ্যে হতে উপস্থিত বক্তব্য রাখেন আব্দুর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদসহ অন্যরা। উপজেলার বিভিন্ন গ্রামের মোট ২৩ জন প্রতিবন্ধীকে অর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শারীরিক প্রতিবন্ধী রুমানা ও বাক প্রতিবন্ধী রজিনা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় একতা মার্কেটের অফিসের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আগামীতে আরো ভালো কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। তিনি তার প্রত্যেকটি অফিসে বিনা শর্তে একজন করে শিক্ষিত প্রতিবন্ধীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমিতির ভোলাহাট অফিসের ম্যানেজার জাহিদ গোলাপ উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন।
