সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সেলিম শেখ কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার হাসকিরা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানার এ এসআই ইকবাল ও তয়িবুল। সে ওই গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান- দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সেলিম শেখকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
