হামিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ায়, করোনা সচেতনতা জনসাধারণের মাঝে বৃদ্ধির লক্ষে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহনান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন । রহনপুর পুরাতন বাজার,খোয়াড়মোর ও কলেজ মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, ফলের দোকান, কাপড়ের দোকান, ভ্যারাইটিজ স্টোর ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবীধি মেনে না চলায় মোট ১০হাজার ৩’শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে মাস্ক পরিধান করার নির্দেশ প্রদান করেন।