ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়া ভূঁইয়াপাড়া গার্ডেন রোড এলাকা থেকে আনিকা তাবাসুম (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আনিকার বাবা মোহাম্মদ হান্নান বলেন, বাসায় বাথরুমের ঝরনার সঙ্গে গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। কী কারণে সে ফাঁস দিয়েছে আমরা বলতে পারছি না।
জানা যায়, আনিকা মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বুধবার (১৮ নভেম্বর) তার জন্মদিন ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।