মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পূর্বতরা গ্রামের কালীগঙ্গা নদীর পাড় থেকে এক অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কালীগঙ্গার পাড় থেকে ওই ছেলে শিশুর হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির আনুমানিক বয়স ১১ বছর। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।