সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করলে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে । মঙ্গলাবার উপজেলার বলই গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। বলই গ্রামের সোহেলের স্ত্রী তাহমিনা বেগম থানায় বাদী হয়ে তিন জনকে আসামী করে মামলা করে। অপর পক্ষ একই গ্রামের জিন্নাত বেগম নয় জনকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানা পুলিশ তাহমিনার মামলার তিন জন আসামীর মধ্যে একজন আসামী শরীফ তালুকদারকে গ্রেফতার করে এবং জিন্নাত বেগমের মামলার নয় জন আসামীর মধ্যে একজন আসামী মোহাম্মদ সর্দার কে গ্রেফতার করে ।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান- দুই পক্ষের পাল্টা পাল্টি মামলায় উভয় পক্ষের একজন করে ২জন কে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামিরা পলাতক রয়েছে,তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।