মো ঃ তরিকুল ইসলাম মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা): মাগুরা মহম্মদপুরে বাবুখালির চালিমিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ জমাদ্দা মৃত্যুতে পুলিশের চৌকস একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করে। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন কঠোর অবস্থান নেয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ জমাদ্দার চালিমিয়া গ্রামের বাসিন্দা। বাবুখালী ও চালিমিয়ার মাটি ও মানুষের প্রিয় বীর মুক্তিযোদ্ধার জানাজা রবিবার বিকাল ৫টায় চালিমিয়া পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
