তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রতিনিধি ঃ শনিবার সকালে লৌহজংয়ে স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী কর্তৃক তৎকালীন লৌহজং থানা পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধাগণের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রধান সড়কে বিজয় র্যালির আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম বাহারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ফকির, বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক,বীর মুক্তিযোদ্ধা শাহনূর ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী বাদল,বীর মুক্তিযোদ্ধা সিরাজ মৃধা,বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান আখন্দ, বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, বীর মুক্তিযোদ্ধা একে এম শাহজাহান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাঁদের আত্মার মাগফিরাত ও জীবিত অসুস্থ মুক্তিযোদ্ধাদের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। #