নেত্রকোনা প্রতিনিধি, মহিউদ্দিন তালুকদার: জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক বলেছেন, রাজনীতিতে যদি সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তি যতদিন না আসবে ততদিন দেশের উন্নতি হবে না। শনিবার(১৪ ই নভেম্বর) সকালে নেত্রকোনার আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ পাঠাগার আন্দোলন এর শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এআরএফবি এর চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খানের সভাপতিত্বে ও সন্ধালনায় এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার ফাউন্ডেশন ট্রাষ্টের প্রধান নির্বাহী এস.এম.এই ইসলাম শিল্পী রুনু, দৈনিক জননেত্রের সম্পাদক ও প্রকাশক মোখলেছুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সদস্য ও নেত্রকোণা সরকারি কলেজের সাবেক জিএস দেওয়ান হাফিজ উদ্দিন, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌরসভা মেয়র প্রার্থী দেব সংকর সাহা রায় দেবু, শাহ সুলতান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কেন্দ্রীয় যুবলীগ সদস্য এজেন্ডা চন্দ্র সরকার কবি মনোজসিম, বেসরকারি গ্রন্থগার সমিতির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, নেত্রকোনার জার্নাল এর সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম অসীম, জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক বাধন খান পাঠান ববি, গ্রন্থকার সালাম, হাফিজুর রহমান খানl এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, এআরএফবির) সেক্রেটারি হিমাংশু কুমার দেবনাথ, পরিচালক চন্দন নাথ চৌধুরী, নুপুর সরকার, সুমি রানী চৌধুরী, সুলতানা আক্তার, মোহাম্মদ তৌহিদ হাসান শেখ, জাতীয় তরুণ সংঘের জেলা পরিচালক রাজীব সরকার, নেত্রকোনা জার্নাল-এর নিউজ এডিটর সাব্বির আহম্মেদ প্রমুখ সহ আরো অনেকেll
Home / গ্রাম-গঞ্জ / নেত্রকোনায় আব্দুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে বাংলাদেশ পাঠাগার আন্দোলন এর শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়
Check Also
মঠবাড়িয়া পৌর শহরের ১৬০০ মিটার সড়কের সংস্কার কাজ শীঘ্রই শুরু
মাহামুদুল হাসান (হিমু) মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রধান বেহাল সড়কটি অবশেষে সংস্কার হচ্ছে। …