শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:পরিক্রমা একটি মাদক বিরোধী সংগঠনের পক্ষে বর্জ্য অপসারনের ড্রাম প্রদান করা হয়েছে। ১৩ শুক্রবার হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম খান ও কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবুকে ড্রাম প্রদান করেন, প্রতিষ্টিানটির সম্পাদক মো: আল-আমিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার পরিক্রমা সংগঠনের কর্মী গন।