সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার তথ্য অফিসের আয়োজনে উপজেলার আলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুম ভূইয়া। সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে প্রধান মন্ত্রীর দেয়া এ ১০টি উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।
