বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বনবী হযরত মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র (কাটুন) প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার রাসূল প্রেমিক মুসলিম তৌহদী জনতার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে আলেম,-উলামা, ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন। এসময় বিভিন্ন এলাকা হতে শতশত মুসল্লী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ করতে থাকে। মানববন্ধন সমাবেশে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সোবহান, উত্তর একডালা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোফাজ্জল হোসেন, দেউলিয়া জামে মসজিদের ইমাম আতাউর রহমান, মাওঃ এমদাদুল হক, মাওঃ শাহ হোসাইন আহম্মেদ বুলবুল, মাওঃ শাহাবুদিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক অহিদুল ইসলাম।
