সিনিয়র স্টাফ রিপোর্টার-মোঃ জিয়াউল হক তুহিন: “প্রতারক শাহেদের থেকে একধাপ এগিয়ে নবাব স্যার সলিমুল্লাহর নাতি ও নবাব বংশের উত্তরাধিকারী পরিচয় দেয়া” নামের সঙ্গে নবাব জুড়ে দিয়ে হাসান আলীর প্রতারণা হাসান আলী আসকারী। নবাব বংশের উত্তরাধিকার দাবি করে নামের সঙ্গে জুড়ে দিয়েছেন নবাব। তাই তিনি এখন নবাব খাজা আলী হাসান আসকারী। এই পরিচয়ে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। আর এই সখ্যকে পুঁজি করে ভয়াবহ প্রতারণার ফাঁদ গড়ে তোলেন এই ব্যক্তি। সঙ্গে নেন আরও বেশ কয়েকজনকে। এই চক্র চাকরি ও বিদেশে পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল বিপুল অংকের টাকা।ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত বেরিয়ে আসে ভদ্রবেশী এই প্রতারকের সব অপকর্ম। শেষ পর্যন্ত ধরাও পড়ে গেছেন। বুধবার নবাব খাজা আলী হাসান আসকারীসহ ৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।শুধু তাই না,তার এই সকল অপকর্মের শিকার সকল ভুক্তভোগীরা তার ফাসি চেয়েছেন।এই সকল প্রতারক চক্র যেনো আর কোনোদিন না জন্ম হয় এই স্বাধীন বাংলার মাটিতে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সকল ভুক্তভোগীরা।
