শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: হাঁসাড়া লক্ষী পূজা নিয়ে কেউ যেনো রাজনীতি করতে না পারে সেই দিকে পূজা কমিটিকে লক্ষ রাখতে বলেছেন হাঁসাড়া ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান খান। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালের বাড়ীতে পালিত হচ্ছে লক্ষ্মী পূজা। শাঁখ বাজিয়ে, ধূপ-ধুনো- প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলে নিচ্ছেন সবাই।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সোলায়মান খান। পুজা মন্ডপের সভাপতি বাবু নরেশ চন্দ্র রাজাবংশী, সাধারণ সম্পাদক শুভকর রাজবংশী, বিশেষ অতিথি মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, মোঃ জুলহাস শেখ, মোঃ মুস্তাক আহাম্মেদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহা আলম, বাবু মৃগাঙ্কর দাস, ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র ঘোষ, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন খান, ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা সদস্য রওশনারা, সেতুবন্ধন সমিতির সভাপতি মোঃ ইউছুফ খান রণী, সহ- সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, মোঃ মিজান মোল্লা, মোঃ ছিদ্দিক খান প্রমূখ।