শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোসাম্মৎ রহিমা আক্তার জানান, তার মধ্যে করোনার তেমন কোনও লক্ষণ দেখতে পাননি। তবে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। সুস্থতা কামনায় সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন। এছাড়াও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা সপরিবারে করোনায় আক্রান্ত বলে জানা যায় থানা সূত্রে ।
গত ২৮ অক্টোবর পর্যন্ত শ্রীনগর উপজেলায় নতুন করে ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৭ জন। মারা গেছেন ৪ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।