সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ”মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টায় টঙ্গীবাড়ী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে টঙ্গীবাড়ী থানা প্রাঙ্গনে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করনে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ। এ সময় সেখানে বক্তব্য রাখেন- উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সদস্য সচিব নবীন কুমার রায়, প্রচার প্রকাশনা সম্পাদক আবু বাক্কার মাঝি, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল মোল্লা, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: মোক্তার হোসেন, দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর ইনচার্জ আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু প্রমুখ। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশি ডে ২০২০ উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।
