শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে র্যালী করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কার্য্যালয় হতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের নেতৃত্বে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম রহমান মার্কেটের সামনে এসে শেষ হয়।এসময় র্যালীতে অংশ নেয় পাটাভোগ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেকুর রহমান, তন্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক প্যারিস, সাধারন সম্পাদক আদিলুর রহমান, কোলাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ স্বাধীন, কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, হাসাড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আতাউর রহমান, যুবদল নেতা মোজাম্মেল মল্লিক, বাবুল আহম্মেদ, সিদ্দিকুর রহমান, মাসুদ শেখ, তানভির সোবাহান, তরিকুল ইসলাম, নাইম লস্কর, জিঠু ভূঁইয়া, জয়নাল আবেদীন, মেহেদী হাসান, আনিছুর রহমান, মোঃ রিপন, মোঃ আইয়ুব খান, মোঃ চঞ্চলসহ শতাধিক নেতাকর্মী।
