মোঃমোজাম্মেল হোসাইন ঃখাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে সময়ের গর্জন পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। মঙ্গল বার ২৭শে অক্টোবর সন্ধ্যা ৭টায় রামগড় প্রেসক্লাবে সময়ের গর্জন রামগড় উপজেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসাইনের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব হল রুমে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আহসান উল্লাহ, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (প্রাক্তন) ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শুভাশিষ দাশ, দৈনিক আল আমিন প্রতিনিধি ফয়েজ আহাম্মেদ মিলন,দৈনিক আজকালের খবর প্রতিনিধি বাহার উদ্দিন,দৈনিক মানবজমিন প্রতিনিধি এমদাদ খান, সময়ের গর্জনের রামগড় প্রতিনিধি মোজাম্মেল হোসেন,চ্যানেল এস প্রতিনিধি নুরআলম শরিফ।
এ সময় অনুষ্ঠানের অতিথিগণ সময়ের গর্জন পত্রিকার সাফল্য এবং শুভ কামনা করেন এবং সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ ভাবে ভাবে কাজ করার আহ্বান জানান।
