মোঃ আফাজ্জল হোসেন, বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: শেষ ফুটবল খেলার মধ্যে জীবনের অবসান ঘটেছে মাহবুুর রহমানের (২৮)। মাঠে ভালো খেলেও নিজেও হারলেন মৃত্যুর কাছে। কেউ জানতো না এ হারা তার জীবনের শেষ হারা হবে। শনিবার বিকালে বাগমারা পাইলট হাই স্কুল মাঠে উত্তর একডালা ও বাগমারা ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলছিল। স্বাগতিক খেলোয়াড় হিসেবে খেলা করছিলেন মাহবুর রহমান। সে চমৎকার খেলেও দলকে এগিয়ে নিতে পারেননি। সবার দৃষ্টি ছিল তার দিকে প্রথমার্দ্ধে ১-০ গোলে পিছিয়ে যায় তার দল। বিরতিতে পর খেলা শুরুতে মাহবুর বুকে ব্যাথা অনুভব করে। অবশেষে খেলার মাঠ থেকে বের হয়ে নিজে হেঁটে পার্শ¦বর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান তিনি। ব্যবস্থাপত্র নিয়ে ফিরছিলেন। পথে আবারো ব্যাথা হবার কারণে ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হয়। মেডিকেলের পথ শেষে তার অবস্থার অবনতিতে চিকিৎসার আগে ডাক্তরা তাকে মৃত ঘোষণা করেন। মাহবুর উপজেলার বাগমারা গ্রামের মৃত হোসেন আলী মৃধার ছেলে। থানার মোড়ে তার একটি মুদিখানার দোকান আছে। ব্যবসার মাঝে মাহবুর একজন ভালো ফুটবলার ছিল। প্রতি নিয়তই তিনি বিভিন্ন মাঠে খেলা করেন। শনিবার নিজ মাঠে খেলতে গিয়ে অসুস্থ হয়ে তার অকাল মৃত্যু হয়। রোববার সকালে তার লাশ নিজ গ্রাম বাগমারা পাইলট হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
