সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৯৫ কেজি মা ইলিশ সহ চার জন কে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার। এ সময় তিনি উপজেলার বলই গ্রাম ও বাঘবাড়ি থেকে মা ইলিশ সহ চার জনকে আটক করে। আটককৃত চারজনকে সরকারী আদেশ অমান্য করে মা ইলিশ মাছ ক্রয় করার অপরাধে ১৮ হাজার টাকা অর্থদন্ড দেয়। আটক কারীরা হলেন- কলমা গ্রামের কাউছার আহমেদ, বসাউল্লাহ গ্রামের শহিদুল ইসলাম, কামারখাড়া গ্রামের মনির হোসেন ও ধোপরাপাশা গ্রামের আজিম চাকলাদার। পরে জব্দকৃত মা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও বেদে পল্লীতে বিতরণ করে।
