সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তিন কসমেটিকস দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার টঙ্গীবাড়ী বাজার কাজি মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি ত্বকের জন্য ক্ষতিকর ও বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড ট্রেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কতৃক নিষিদ্ধ থডিউ ক্রিমথ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় ওফা কসমেটিকস কে ২ হাজার টাকা, সাগর কসমেটিকস কে ২ হাজার টাকা ও ওয়ান কসমেটিকস কে ১ হাজার টাকা অর্থদন্ড দেয়। এ অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, ক্যাব ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।