শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে সরকারী রাস্তার গাছ কর্তন করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া গ্রামে হাসাড়া থেকে বাড়ৈখালী পাকা রাস্তার পাশ্বে দুইটি ফলজ ও বনজ গাছ কেটে ক্ষতি সাধন করে। সরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া গ্রামের মৃত আঃ বারেকের ছেলে আব্দুল্লাহ(৪৫) তার প্রভাব দেখিয়ে হাসাড়া থেকে বাড়ৈখালী পাকা রাস্তার পাশ্বে থাকা দুইটি ফলজ ও বনজ গাছ কর্তন করে সরকারী রাস্তার পাশ্বে অবৈধভাবে একটি টিনের ঘর নিমার্ণ করছে। সরকারী গাছ কর্তন করে ঘর নিমাণের ব্যাপারে আব্দুল্লাহ কাছে কোন বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সে সাংবাদিকদের কোন কাগজপত্র দেখাতে পারে নাই। এব্যাপারে উপজেলা ফরেষ্ট কর্মকর্তা সেলিম খানের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারী রাস্তার গাছ কর্তনের বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারী জায়গার কেটে কেউ ঘর নিমার্ণ করলে তার বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা নিব।