সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ-মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জি,আর চাউল, নগদ অর্থ ও শাড়ী কাপর বিতরণ করা হয়ছে। শনিবার বেলা ১টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে সভা শেষে চাউল বিতরণ করা হয় । আলোচনা সভা ও চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি কেষব ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ বাবু প্রমুখ। সভাশেষে উপজেলার ৪৯টি পূজা মন্ডপে ২৪ হাজার ৫০০ কেজি জি,আর চাউল, ২০০টি শাড়ী ও ২লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয় ।
