সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বর্ণগ্রাম আর এম উচ্চ বিদ্যালয়ের বানিজ্য বিভাগের নবম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার (১৫) নামে একজন অপহরণ হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় সাদিয়ার মা নাছিমা বেগম টঙ্গীবাড়ী থানায় ৪ জন সহ অজ্ঞাত আর ৩ জনকে আসামী করে লিখিত অভিযোগ করেন। সাদিয়ার মা নাছিমা জানান- কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মামুন মোল্লার বখাটে ছেলে ওসমান গনি আমার মেয়েকে রাস্তা-ঘাটে একা পেলে উত্যক্ত করত। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে আমি ওসমান গনির পরিবারকে জানাই। রবিবার বিকালে সাদিয়া সোলাইমান ছৈয়ালের বাড়িতে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় একা পেয়ে বখাটে ওসমান গনি তার লোকজন নিয়ে আমার মেয়ে সাদিয়াকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তারা আমার মেয়ে সাদিয়াকে উদ্ধারের চেষ্টা করে। পরে তারা উদ্ধার করতে ব্যর্থ হলে আইনের সহযোগিতার জন্য টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনর্চাজ হারুন-অর-রশিদ জানান- অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।
