মুন্সীগঞ্জ সংবাদদাতা: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে স্থানীয় প্রতিভাবান সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতন, সিলেটে এমসি কলেজের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানায় সংগঠনের নেতা কর্মীরা। আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা সরকারকে কঠোর হস্তে জঘন্যতম এসব আপরাধ দমনের প্রতি নজর বাড়ানোর তাগিদ দেন। মানব্ন্ধনে সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও, সাংবাদিক,সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা অংশ গ্রহণ করেন।
