শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেট মার্কেটে বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর এ সময়ে আগুনে পুঁড়ে ছাঁই হয়ে গিয়েছে- লাইব্ররী, মুদি, কাঁচামাল, হার্ডওয়ার, কসমেটিক ও চায়ের দোকানসহ ১০টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানীরা। ক্ষতিগ্রস্ত দোকানী ও স্থানীয় সূত্রে জানান যায়, বুধবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোথা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বলতে পারেনি কেউ।#
