মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলার আমতলী গ্রামের সাহিন বেপারীর বন্দোবস্ত জমিতে দালালের হাত, অসহায় পরিবার। এক সপ্তাহ ধরে ওই পরিবারের সদস্যরা বাইরে যেতে পারছেন না। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারং টংগিবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে। এ ব্যপারে গত ১৫/০৯/২০ ইং উপজেলা নির্বাহী অফিসারে কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা জানান, জমি নিয়ে গ্রামের হারুন দেওয়ানগং সঙ্গে প্রতিবেশী সাহিন বেপারী বিরোধ চলছে। এর জেরে হারুন দেওয়ান ও তার লোকজন সাহিন বেপারীর বন্দোবস্ত জমি দখন করার চেষ্টা চলছে।
অভিযুক্ত স্কুল ছাত্রী মিম আক্তার বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছি, আমাদের ঘর উত্তোলনের সূত্র ধরিয়া আমাদেরকে নানা রকমভাবে ভয়ভিত্তি, মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মৌজা আমতলী, খতিয়ান নং ৮৫, দাগ নং,৪১,৪২, শতক ৩৫ ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসা মোসাম্মৎ হাসিনা আক্তার রের কাছে জনতে চাইলে তিনি বলেন, আমি ওসি ও সহকারী কমিশনার(ভূমি) কে বিষয়টি দেখার জন্য বলেছি।
