নেত্রকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন
২০১১ সাল থেকে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছে।
ইতিমধ্যেই নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে প্রশংসা অর্জন করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী, যুবক ও প্রবীণ হিতৈষী সকলের সহযোগিতায় arfb দশ বছরে পা রেখেছে।
আব্দুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক,
দিলওয়ার খান ১০ বছর পদার্পণে arfb সম্মানিত সদস্য, কার্যনির্বাহী পরিষদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সকল কর্মকর্তার নিকট কৃতজ্ঞ ।
অসম্প্রদায়িক বাংলাদেশ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে যাবে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ, এটাই প্রত্যাশা।
arfb প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তারে গ্রন্থাগার, পরিবেশ উন্নয়ন ও রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।
যুবক -নারী প্রশিক্ষিত জনগোষ্ঠীতে রূপান্তরে ভূমিকা রেখে আসছে। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে সরকারী ও বেসরকারি নানা তহবিলে।
arfb এগিয়ে যেতে চায় আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নেত্রকোণা জেলা থেকে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে।