মহিউদ্দিন, নেত্রকোনা: নেত্রকোণায় নারী সংক্রান্ত জেরে আজহারুল ইসলাম বাবুল নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুরপাড়স্থ আদালত প্রাঙ্গণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে রবিউল আলম হৃদয় (২৪) নামে একজনকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুলকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে নারী সংক্রান্ত জেরে আজহারুল ইসলাম বাবুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম হৃদয়কে ঘটনাস্থলে ছুরিসহ সাধারণ জনগন আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেন।
