টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ-মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চিকিৎসকের ভূল চিকিৎসায় আঁখি বেগম (৩০) নামে একজন গৃহ বধূর সন্তানসহ মৃত্যু হয়েছে। এমনটি অভিযোগ করেন তার পরিবার। এ ঘটনায় শনিবার বেলা ১টায় টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন আঁখি বেগমের স্বামী পিন্টু বেপারী।পিন্টু বেপারী জানান- আমার স্ত্রী আঁখির সন্তান প্রসবের জন্য বেসরকারী হাসপাতাল টঙ্গীবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লিমিটেড এ ভর্তি করি। তারা অপারেশন থিয়েটারে অজ্ঞানের সময় ভূল জায়গায় ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে গর্ভে থাকা সন্তান সহ আঁখিকে। আমি এই চিকিৎসক রফিক ও জেসমিন জাহান সুমার বিচার চাই।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান- একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
