সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে অটোরিক্সা ও মিশুক গাড়িতে সবুজ কালার রং করার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।জেলা পুলিশের নির্দেশনায় ছয়টি উপজেলায় ছয়টি কালারের রং ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলার জন্য সবুজ কালার রং ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।শুক্রবার টঙ্গীবাড়ী উপজেলায় রং করা কার্যক্রম শুরু করা হয়েছে।প্রতিটি অটোরিক্সা ১১৫০ টাকা ও মিশুক ৭৫০ টাকার বিনিময়ে উপজেলা যাত্রী ছাউনী সংলগ্ন স্থানে রং করাতে পারবে। এছাড়াও প্রতিটি গাড়ি ইউনিয়ন পরিষদ থেকে নাম্বার দেয়া হবে। গাড়িতে মালিকের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করা হবে। গাড়িতে রং করার জন্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের কপি দিয়ে সিরিয়াল নিতে হবে টঙ্গীবাড়ী যাত্রী ছাউনী সংলগ্নে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য কবির হালদার প্রমুখ।
