আব্দুল কাইয়ুম : দেশবাসীসহ বিশ্বের সকল মানব জাতিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার। শুভেচ্ছা বাণীতে প্রশাসনের সৎ, মেধাবী, বুদ্ধিমতি ও মানবিক কর্মকর্তা হিসেবে স্বীকৃত মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল( আঃ) কে কোরবানী করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহীম( আঃ) আল্লাহর প্রতি অগাত ভালবাসা অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা আজও অতুলনীয়।

রহিমা আক্তার বলেন, জাতির ক্লান্তিলগ্নে পবিত্র ঈদুল আযহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনা ভাইরাস সারা বিশ্বে মহা বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা গুলো মেনে এবং নিজে সুস্হ থাকতে এবং সবাইকে সুস্হ রাখতে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহবান জানান উপজেলার এই নারী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার। জীবিকার প্রয়োজনে বাইরে বের হলে সার্বক্ষনিক মাস্ক পরে কমপক্ষে ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাফেরা ও প্রয়োজনীয় কর্ম সম্পাদনের জন্য আহবান জানান তিনি।